ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে পানির নিচে লক্ষাধিক হেক্টর জমির ফসল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৬ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৯
বরিশালে পানির নিচে লক্ষাধিক হেক্টর জমির ফসল

ব‌রিশাল: ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর আঘাতে পানিতে তলিয়ে গেছে বরিশালের লক্ষাধিক হেক্টর জমির ফসল। যদিও এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করতে পারেনি কৃষি অধিদপ্তর।

সোমবার (১১ নভেম্বর) কৃষি অধিদপ্তরের বরিশাল জেলা কার্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, এ বছর জেলার দশ উপজেলায় ১ লাখ ৩৩ হাজার ৭৪২ হেক্টর জমিতে ফসল আবাদ হয়েছে। এর মধ্যে ১ লাখ ৫ হাজার ২শ’ ৭০ হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে গেছে।

জেলা কৃষি অফিসের দেওয়া তথ্যনুযায়ী, শুধুমাত্র আমন ধান রোপণ করা হয়েছে ১ লাখ ২৬ হাজার ৫৩ হেক্টর জমিতে। আর বন্যার পানিতে তলিয়ে গেছে ১ লাখ হেক্টর জমির ধান।

এছাড়া ২ হাজার হেক্টর বিভিন্ন ধরনের সবজি, ১ হাজার ৩শ’ ৫০ হেক্টর খেসারি ডাল, ১শ’ ৮০ হেক্টর ধনিয়া, ৪শ’ ৬৬ হেক্টর কলা, ৩শ’ হেক্টর পেঁপে ও ১ হাজার ৩শ’ ৪০ হেক্টর জমির পান পানিতে নিমজ্জিত রয়েছে।

জেলা কৃষি কার্যালয়ের অতিরিক্ত উপ-পরিচালক রাশেদ হাসনাত জানান, তাৎক্ষনিকভাবে পানিতে নিমজ্জিত ফসলের তথ্য পেলেও ক্ষতির পরিমাণ নির্ণয় করতে দুই একদিন সময় লাগবে।

তবে ধানের ক্ষেত্রে সর্বোচ্চ ১০ শতাংশ ক্ষতির আশংকা করছেন এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৯
এমএস/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।