ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

রাণীনগরে ট্রেনের ধাক্কায় এসআই নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৩ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৯
রাণীনগরে ট্রেনের ধাক্কায় এসআই নিহত

নওগাঁ: নওগাঁর রাণীনগরে ট্রেনের ধাক্কায় আখতারুজ্জামান (৪৮) নামে পুলিশের এক উপ পরিদর্শক (এসআই) নিহত হয়েছেন।

মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আখতারুজ্জামান সিরাজগঞ্জ জেলার সাহজাদপুর উপজেলার গোপালপুর গ্রামের বাসিন্দা।

সে রাণীনগর থানায় কর্মরত ছিলেন।

রাণীনগর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল গণি বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, মঙ্গলবার দুপুরে আক্তারুজ্জামান রাণীনগর স্টেশন এলাকায় কাজ শেষে রেল লাইনের উপর দিয়ে মোবাইল ফোনে কথা বলা অবস্থায় হাঁটছিল। এসময় খুলনাগামী রূপসা আন্তঃনগর ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়ে ছিটকে গুরতর আহত হন।

পরে আহত অবস্থায় প্রথমে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়া মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  

বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৯
এসএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।