ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে চলছে ষোড়শ প্রহরব্যাপী রাস মহোৎসব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৯ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৯
খাগড়াছড়িতে চলছে ষোড়শ প্রহরব্যাপী রাস মহোৎসব রাস মহোৎসব। ছবি: বাংলানিউজ

খাগড়াছড়ি: খাগড়াছড়ি শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের রাস উৎসব উপলক্ষে ষোড়শ প্রহরব্যাপী তারকব্রহ্ম মহানামযজ্ঞ রাস মহোৎসব উদযাপিত হচ্ছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) উৎসবকে কেন্দ্র করে মন্দিরে নির্মিত দেব দেবীর প্রতিমা দেখতে সনাতন ধর্মাবলম্বী ও ত্রিপুরাদের পাশাপাশি মন্দির প্রাঙ্গনে ভিড় করছেন নানা ধর্ম-বর্ণের মানুষেরা।  

এসময়, শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী ও সদর উপজেলা চেয়ারম্যান শানি আলম রাস উৎসব পরিদর্শন করেছেন।

মেলাকে ঘিরে মন্দিরের আশপাশে বিভিন্ন পশরা নিয়ে বসেছেন স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীরা। উৎসব উপভোগ করতে ছুটে আসছেন পর্যটকরাও।  

বুধবার (১৩ নভেম্বর) শেষ হবে এ রাস মহোৎসব।  

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৯
এডি/কেএসডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।