ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

আড়াইহাজারে অজ্ঞান পার্টির খপ্পরে ব্যবসায়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৫ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৯
আড়াইহাজারে অজ্ঞান পার্টির খপ্পরে ব্যবসায়ী ছবি: প্রতীকি

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় রতন (৫০) নামে এক ব্যবসায়ীর ৭০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেছে অজ্ঞান পার্টির লোকেরা।

মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার ঢাকা ব্যাংক কার্যালয় এলাকায় ছিনতাইয়ের ঘটনাটি ঘটে।  

রতন আড়াইহাজারের আখড়পাড়া গ্রামের মৃত সুবেদ আলীর ছেলে।

স্বজনদের কাছে জানা গেছে, দুপুরে ঢাকা ব্যাংকের আড়াইহাজার শাখা থেকে নগদ ৭০ হাজার টাকা তুলে নিচে আসার পর কয়েকজন লোক রতনকে ঘিরে ধরে। এসময় তার নাকের কাছে লবণজাতীয় কিছু একটা ধরার পরেই অজ্ঞান হয়ে যান তিনি। সেই সুযোগে তার সব টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যান ছিনতাইকারীরা।  

রতনকে প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। পরে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিব ইসমাইল ভূঁইয়া তাকে পরীক্ষা-নিরীক্ষা করার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।

এ বিষয়ে জানতে চাওয়া হলে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, ছিনতাইয়ের ঘটনাটি তিনি শুনেছেন। তবে এখনও রতন বা তার পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৯
কেএসডি/ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।