ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জ সদর ইউএনও বদলি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৫ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৯
সিরাজগঞ্জ সদর ইউএনও বদলি

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সরকার মোহাম্মদ রায়হানকে বদলির আদেশ দিয়েছেন জনপ্রশাসন বিভাগ। পাবনার চাটমোহর উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্বে তাকে বদলির এ আদেশ দেয়া হয়েছে। 

মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহম্মেদ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে জানান, দু’তিনদিন আগে ইউএনও সরকার মোহাম্মদকে বদলির চিঠি পেয়েছি। তবে এটাকে প্রশাসনের নিয়মিত রদবদল বলে দাবি করেন তিনি।

 

ইউএনও সরকার মোহাম্মদ রায়হান বদলির চিঠি পাওয়ার কথা স্বীকার করে বলেন, চিঠি পেয়েছি, তবে বিস্তারিত পড়ে দেখিনি।  

২০১৭ সালের ৫ জুলাই সরকার মোহাম্মদ রায়হান সদর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ধারণা করা হচ্ছে, সম্প্রতি একটি ইউনিয়নের চেয়ারম্যান পদ শূন্য হওয়ার পর সেখানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে সৃষ্ট জটিলতার কারণে তাকে বদলি করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ২০০৪  ঘণ্টা, ১২ নভেম্বর, ২০১৯
এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।