ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ফের নগরবাসীর সমর্থন চাইলেন মেয়র খোকন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৩ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৯
ফের নগরবাসীর সমর্থন চাইলেন মেয়র খোকন এডভোকেট কামরুল ইসলাম কমিউনিটি সেন্টার কাম মার্কেটের উদ্বোধন করছেন মেযর সাঈদ খোকন: বাংলানিউজ

ঢাকা: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনে দক্ষিণ অংশের জন্য আবারও জনগণের সমর্থন চাইলেন মোহাম্মদ সাঈদ খোকন। চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পুনরায় নির্বাচিত হতে চান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) বর্তমান মেয়র। 

মঙ্গলবার (১২ নভেম্বর) রাজধানীর কামরাঙ্গীর চরে মুক্তিযোদ্ধা এডভোকেট কামরুল ইসলাম কমিউনিটি সেন্টার কাম মার্কেটের উদ্বোধনের সময় নগরবাসীর কাছে সমর্থন প্রত্যাশা করেন সাঈদ খোকন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, ‘কর্তব্যে অবহেলা করিনি।

মায়ের মত এ শহরকে ভালোবেসেছি। জীবন দিয়ে কথা রাখার চেষ্টা করেছি। কতটুকু করতে পেরেছি  সে ভার আপনাদের। আমার প্রয়াত পিতা সাবেক মেয়র মোহাম্মদ হানিফ নগরবাসীকে দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি  রক্ষা করেছেন। তার সেই রক্তের উত্তরাধিকারী হিসেবে নগরবাসীর কল্যাণে আমিও আমার দেওয়া প্রতিস্রুতি  আমি রক্ষা করব ইনশাল্লাহ। ’  

স্হানীয় ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে  অনুষ্ঠিত এ জনসভায় কামরাঙ্গীরচর থানা আওয়ামী লীগের সভাপতি হাজী মো: আবুল হোসেন সরকার , সাধারণ সম্পাদক হাজী মো: সোলায়মান, হাজী নূরে আলম, হাজী সাইদুল ইসলাম মাতবর প্রমূখ বক্তব্য রাখেন ।

মেয়র সাঈদ খোকন কামরাঙ্গীর চর প্রসঙ্গে বলেন,  ‘রাজধানী ঢাকা এখন উন্নয়নের স্রোতধারায় বদলে যাওয়া এক নতুন নগরী। আগামীতেও ঢাকাবাসীর ভোটে নির্বাচিত হলে আর একটি কামরাঙ্গীরচর উপহার দেয়া হবে। ’ 

এ এলাকায় ড্রেনেজসহ বিভিন্ন উন্নয়ন কাজ করার ফলে ঢাকা শহরে জলাবদ্ধতা হলেও এখানে কোন জলাবদ্ধতা হয় না। অত্যাধুনিক এ কমিউনিটি সেন্টার কাম মার্কেটের উদ্বোধনের মধ্য দিয়ে এলাকাবাসীর দীর্ঘদিনের একটি প্রত্যাশা পূরণ হলো। এর ফলে এলাকাবাসী স্বল্প ব্যয়ে সহজেই পারিবারিক ও সামাজিক নানা অনুষ্ঠানের জন্য এটি ব্যবহার করতে পারবেন।

১২ কোটি টাকা ব্যয়ে প্রায় ১৫ কাঠা জমির উপর নির্মিত পাঁচ তলা বিশিষ্ট কমিউনিটি সেন্টারটিতে এক সাথে ১ হাজার ৬০০ জন অতিথির আসন ব্যবস্থা, কার পার্কিং, ব্যায়ামাগার, কমিশনার কার্যালয়, লাইব্রেরি, লিফটের ব্যবস্থা এবং ৭৬টি দোকানের ব্যবস্থা অন্তর্ভুক্ত রয়েছে।

বাংলাদেশ সময়: ০২২৩ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৯
এসএইচএস/ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।