ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

র‌্যাবের অভিযানে ৭ মাদকবিক্রেতা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৩ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৯
র‌্যাবের অভিযানে ৭ মাদকবিক্রেতা আটক র‌্যাবের হাতে আটকৃত মাদকবিক্রেতারা

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী, গেন্ডারিয়া ও কুমিল্লার দাউদকান্দি থেকে ১ হাজার ৯৮৮ পিস ইয়াবাসহ সাত মাদকবিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)।

মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে র‌্যাব-১০ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটককৃতরা হলেন গেন্ডারিয়ার রনি ঢালী (৩৭) ও  রানা ঢালী (২৫)।

যাত্রাবাড়ীর  জয়নাল (২৮), শহীদুল ইসলাম (২৯) ও তাইজুল ইসলাম (১৮)। কুমিল্লা দাউদকান্দির রবিন (৩২) ও  ডালিম (৩০)।

মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৭ টায় রাজধানীর গেন্ডারিয়া এলাকায় র‌্যাব-১০ এর একটি দল অভিযান চালায়। এসময় ২৮৫ পিস ইয়াবা ও ৩টি মোবাইলসহ দুই মাদকবিক্রেতাকে আটক করে।  

এছাড়া সোমবার (১১ নভেম্বর) রাতে যাত্রাবাড়ীর ধোলাইপাড় এলাকায় র‌্যাব-১০ এর একটি দল অভিযান চালায়। অভিযানে  ৯০০ পিস ইয়াবাসহ তিন মাদকবিক্রেতাকে আটক করে। এসময় ৩টি মোবাইল ও নগদ ২ হাজার টাকা জব্দ করা হয়।

একইদিন সন্ধ্যায় কুমিল্লার দাউদকান্দির গৌরীপুর এলাকায় অভিযান চালায় র‌্যাব-১০। অভিযানে ৮০৩ পিস ইয়াবা ও ২টি মোবাইলসহ দুই মাদকবিক্রেতাকে আটক করে।

আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানিয়েছে র‌্যাব।

বাংলাদেশ সময়: ০৫১৩ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৯
এমএমআই/ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।