ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

নওগাঁয় ট্রাকচাপায় মা-মেয়ের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৯
নওগাঁয় ট্রাকচাপায় মা-মেয়ের মৃত্যু

নওগাঁ: নওগাঁ সদর উপজেলার ডাক্তারের মোড় এলাকায় ট্রাকচাপায় মা-মেয়ের মৃত্যু হয়েছে। 

সোমবার (১৮ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কে ডাক্তারের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

মৃতরা হলেন- সদর উপজেলার ধুপাইপুর গ্রামের শহীদ মিয়ার স্ত্রী আদরী বেগম (২৫) ও তার মেয়ে সম্পা (৬)।

নওগাঁ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক একেএম মুরশেদ বাংলানিউজকে জানান, সকালে শহীদ হোসেন তার স্ত্রী ও সন্তানকে নিয়ে নওগাঁ শহরে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হোন। তারা ডাক্তারের মোড়ে সড়কের পাশে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছিলেন। এসময় নওগাঁ থেকে ধামইরহাটগামী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসকে ওভারটেক করতে গিয়ে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আদরী ও তার মেয়ে সম্পা মারা যান। এ ঘটনার পর স্থানীয়রা ট্রাকটি আটক করলেও চালক হেলপার পালিয়ে গেছে।

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ফায়সাল বিন আহসান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১০০৯ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৯ আপডেট: ১০৩২ ঘণ্টা
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।