ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

নিত্যপণ্যের দাম বাড়ায় মৌলভীবাজার বিএনপির বিক্ষোভ

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৩ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৯
নিত্যপণ্যের দাম বাড়ায় মৌলভীবাজার বিএনপির বিক্ষোভ প্রতিবাদ সমাবেশে মৌলভীবাজারে বিএনপির নেতাকর্মীরা। ছবি: বাংলানিউজ

মৌলভীবাজার: পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বাড়ার প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করছে জেলা বিএনপি।

সোমবার (১৮ নভেম্বর) দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের শমসেরনগর সড়ক থেকে একটি বিক্ষোভ বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সেন্ট্রাল রোডের ওয়েস্টার্নপ্লাজায় গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।


 
সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সভাপতি সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ুন ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান।
 
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মুকিত, মোয়াজ্জেম হোসেন মাতুক, যুগ্ম-সম্পাদক মো. হেলু মিয়া, যুগ্ম-সম্পাদক আব্দুর রকিব সাবু, সাংগঠনিক সম্পাদক বকসী মিছবাহ উর রহমান, মতিন বক্স, মুজিবুর রহমান মজনু, সহ-সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান, দপ্তর সম্পাদক ফখরুল ইসলাম, সহ-সম্পাদক মুহিতুর রহমান হেলাল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ মোহিত, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি স্বাগত কিশোর দাশ চৌধুরী, সাধারণ সম্পাদক জিএম মুক্তাদির রাজু, সাবেক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শামীম আহমেদ প্রমুখ।

এছাড়া সমাবেশে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল, তাঁতীদল, কৃষকদলসহ বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৯
বিবিবি/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।