ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

নড়াইলে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৪ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৯
নড়াইলে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু

নড়াইল: নড়াইলের লোহাগড়ায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে শেখ খালিদ হোসেন (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 

সোমবার (১৮ নভেম্বর) ভোরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে  চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  

খালিদ উপজেলার মল্লিকপুর ইউনিয়নের মঙ্গলহাটা গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক শেখ লুৎফর রহমানের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, এক মাস আগে ঢাকায় গিয়েছিলেন খালিদ। ঢাকা থেকে ফিরে আসার ১৫ দিন পরে জ্বরে আক্রান্ত হন। গত শুক্রবার লোহাগড়া সদরের একটি ক্লিনিকে পরীক্ষা করে তার ডেঙ্গু ধরা পড়ে। সেদিন সন্ধ্যায় তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে গভীর রাতে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তার মৃত্যু হয়।  

বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।