ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

এ সরকারের উন্নয়ন এখন বিদেশিরা অনুসরণ করছেন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৯
এ সরকারের উন্নয়ন এখন বিদেশিরা অনুসরণ করছেন বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান। ছবি: বাংলানিউজ

নীলফামারী: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দর্শন আর শেখ হাসিনার অগ্রযাত্রার উন্নয়ন এখন বিদেশিরা অনুসরণ করছেন। 

সোমবার (১৮ নভেম্বর) সকাল ১১টার দিকে নীলফামারীতে  মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বয়ঃসন্ধিকালীন শিক্ষা ও সেবা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

শিল্পকলা একাডেমি মিলনায়তনে সরকারি ও বেসরকারি সংস্থার সমম্বয়ে জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।

 

সচিব বলেন, উত্তরা ইপিজেড নীলফামারীর রোল মডেল। ইপিজেডকে সম্প্রসারণের লক্ষ্যে এখানে অর্থনৈতিক জোন তৈরির পরিকল্পনা নিয়েছেন প্রধানমন্ত্রী। আধুনিক উন্নয়নের ধারকবাহক উত্তরা ইপিজেড। এখানকার নারী-পুরুষ স্বচ্ছলভাবে দিন যাপন করছেন। এ অঞ্চলের নারীরা এখন উন্নয়নের রোল মডেল।

১৫, ১৬, ১৭, ১৮ উর্ধ্ব বয়ঃসন্ধিকালীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী মেয়েদের স্বাস্থ্য উন্নয়নে কাজ  করে যাচ্ছেন। তারা বয়ঃসন্ধিকালীন সঠিক সহযোগিতা পেলে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারবে। আর এজন্য সরকারি ও বেসরকারি স্থানীয় প্রশাসনসহ একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।  
 
উদ্বোধনী সভায় জেলা প্রশাসক মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক-১ মোহাম্মদ সালাহ উদ্দিন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের মহাপরিচালক আশরাফ উদ্দিন, সিভিল সার্জন ডা. রনজিৎ কুমার বর্মন, অতিরিক্তি পুলিশ সুপার রবিউল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, জেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাফিজুর রশিদ মঞ্জু, ডিমলা নাউতারা আবিউনন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিরা আক্তার, কিশোরগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ওয়ালিকা নাজনিন উর্মি প্রমুখ।  

বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।