ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

‌সিলেটের বাজারে লব‌ণ সংকটের গুজব

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৭ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৯
‌সিলেটের বাজারে লব‌ণ সংকটের গুজব

সিলেট: ‌পেঁয়াজের পর এবার সিলেটের বাজারে লবণের দাম বৃদ্ধি নিয়ে গুজব সৃষ্টি হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) রাতে নিত্য প্রয়োজনীয় এ দ্রব্যের মধ্যে দাম বেড়ে যাওয়ার গুজবের কারণে ক্রেতারা লবণ কিনতে দোকানে দোকানে ভিড় করছেন।

আর এ সুযোগে কিছু ব্যবসায়ী ৩৫ টাকা কেজির লবণ ১২০ থেকে ১৫০ টাকা দামে বিক্রি করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

খোঁজ নিয়ে জানা যায়, হঠাৎ লবণের দাম বেড়ে যাওয়ার খবরে অনেকেই চড়া দামে লবণ কিনে রাখছেন।  রাত ৮টার পর থেকে নগরীর বি‌ভিন্ন দোকানে আর লবণ পাওয়া যা‌চ্ছিল না।

নগরের জিন্দাবাজারের বাসিন্দা ভুট্টু চন্দ্র দাস বাংলানিউজকে বলেন, লবণের দাম বেড়েছে এ খবর শোনার পর আমি চড়া দাম দিয়ে ৪ কেজি লবণ কিনে রেখেছি।

নাম প্রকাশ না করার শর্তে নগরের মিরাবাজারের সৌরভ স্টোরের স্বত্বাধিকারী বলেন, আমার দোকানে ৮০ কেজি লবণ ছিল। সব লবণ একজন এসে পাইকারি হিসেবে কিনে নেয়।

পাশের দোকানের ইলাল মিয়া বলেন, দাম বেড়েছে শোনার পর লবণ আশি টাকা কেজি চাইলে কয়েকজন এই দামেই সব লবণ কিনে নেন।

‌সি‌লেট চেম্বার অব কমা‌র্সের সভাপ‌তি আবু তা‌হের মো. শো‌য়েব বাংলানিউজকে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়াচ্ছে কিছু সুবিধাবাদী মানুষ। দেশে লবণ সংকটের কোনো ঘটনা ঘটেনি। এই গুজব থেকে সাধারণ মানুষকে সচেতন থাকতে হবে।

এ বিষয়ে জানতে সিলেটের জেলা প্রশাসক এম. কাজি এমদাদুল ইসলামের সঙ্গে যোগাযোগের জন্য কল করা হলে সেটি রিসিভ হয়নি।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) জেদান আল মুছা বাংলানিউজকে বলেন, যারাই গুজব রাটাবে, পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

বাংলাদেশ সময়: ২২৪৬ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৯
এনইউ/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।