ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরা সীমান্তে ১১৫ কেজি ইলিশসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৯
সাতক্ষীরা সীমান্তে ১১৫ কেজি ইলিশসহ আটক ১ বিজিবির হাতে আটক আল আমিন।

সাতক্ষীরা: ভারতে পাচারকালে সাতক্ষীরা সীমান্তে ১১৫ কেজি ইলিশসহ আল আমিন (২২) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটক আল আমিন সাতক্ষীরা সদর উপজেলার মাহমুদ গ্রামের সাইদুল ইসলামের ছেলে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ভোমরা বিওপি’র টহল কমান্ডার সুবেদার মো. মজিবুর রহমানের নেতৃত্বে একটি টহল দল সোমবার (১৮ নভেম্বর) রাত ১০টায় ভোমরা বাজার পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে। এ সময় আল আমিনকে ১১৫ কেজি ইলিশ ও একটি সিএনজিসহ আটক করে। জব্দ হওয়া মালামালের মূল্য ছয় লাখ ৭২ হাজার ৫০০ টাকা। আটক আল আমিনকে সাতক্ষীরা থানায় সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০৫৮ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।