ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

বিজয়নগরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৯
বিজয়নগরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপভ্যান সংঘর্ষে আনিস মিয়া (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় দুই নারীসহ আহত হয়েছেন আরও তিনজন।

বুধবার (২০ নভেম্বর) দুপুরে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের মাইজহাটি (মধ্যপাড়া) আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। নিহত আনিস ওই ইউনিয়নের শ্রীপুরের মৃত আব্দুল মালেকের ছেলে।

তবে আহতদের পরিচয় জানা যায়নি।

আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নিয়ামুল হক ভূঁইয়া বাংলানিউজকে জানান, দুপুরে একটি সিএনজিচালিত অটোরিকশা আখাউড়া থেকে বিজয়নগরের দিকে যাচ্ছিল। পথে বিজয়নগরের মাইজহাটিতে একটি পিকআপের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয় এবং আহত হন দুই নারীসহ তিনজন। আহতরা আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।