ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৯
বগুড়ায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর দাবিতে মানববন্ধন

বগুড়া: পেঁয়াজ, চালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানো এবং অসাধু সিন্ডিকেট ব্যবসায়ীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির নিশ্চিত করাসহ তিন দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বগুড়া জেলা শাখা।

শুক্রবার (২২ নভেম্বর) দুপুর ১২টার দিকে শহরের সাতমাথায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাসদ বগুড়া জেলা শাখার আহ্বায়ক কমরেড অ্যাডভোকেট সাইফুল ইসলাম পল্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন জেলা সদস্য সচিব সাইফুজ্জামান টুটুল, জেলা সদস্য মাসুদ পারভেজ, দিলরুবা নুরী, রাধা রানী বর্মন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বগুড়া জেলা সভাপতি ধনঞ্জয় বর্মন প্রমুখ।

সমাবেশে সভাপতির বক্তব্যে কমরেড সাইফুল ইসলাম পল্টু বলেন, ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণার একদিন পরই বাংলাদেশের বাজারে পেঁয়াজের দাম বাড়তে শুরু করে। ২৫ থেকে ৩০ টাকার পেঁয়াজ ৭০ থেকে ৮০ টাকা হয়ে ২৫০ টাকা হয়েছে।

তিনি আরও বলেন, বাজার নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা ও মজুতদার, মুনাফালোভী পেঁয়াজ ব্যবসায়ীদের সিন্ডিকেটের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া এবং গণবণ্টন ব্যবস্থা চালু, রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশকে (টিসিবি) কার্যকর করে দেশে পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহের দাবি জানান। সেইসঙ্গে সরকারি উদ্যোগে পেঁয়াজ সংরক্ষণ করার জন্য ফরিদপুর, পাবনা, বগুড়া, ঝিনাইদহ, কুষ্টিয়াসহ সংশ্লিষ্ট এলাকাতে পর্যাপ্ত হিমাগার নির্মাণ করার দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৯
কেইউএ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।