ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৫

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৭ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৯
আশুলিয়ায় মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৫

আশুলিয়া (ঢাকা): সাভারের আশুলিয়ায় একটি ডোবায় মাছ ধরাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২২ নভেম্বর) দুপুরে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের উনাইল এলাকায় এ সংঘর্ষ হয়।

আটক ব্যক্তিরা হলেন- আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের উনাইল এলাকার আক্কেল আলীর ছেলে আব্দুল কুদ্দুস ও নাতি সোহেল।

স্থানীয়রা জানায়, দুপুরে উনাইলের ডোবায় মাছ ধরতে যান হানিফসহ আরও কয়েকজন। একই সময় আব্বাস উদ্দিনসহ তার লোকজনও সেই ডোবায় মাছ ধরতে যান। এসময় তাদের দুই গ্রুপের লোকজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তারা দু’পক্ষই দেশীয় ধারালো অস্ত্র, শাবল, লোহার পাইপ ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।  

এতে উভয়পক্ষের ১৫ জন আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান জানান, সংঘর্ষের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আব্দুল কুদ্দুস ও তার নাতি সোহেলকে আটক করা হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি আরও বলেন, এ ব্যাপারে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিষয়টি তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।