ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

প্রধানমন্ত্রী ঘোষিত ২৫ ভাগ বন গড়ে তোলার কাজ শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪১ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৯
প্রধানমন্ত্রী ঘোষিত ২৫ ভাগ বন গড়ে তোলার কাজ শুরু পরিবেশ, বন ও জলবায়ু  পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন। বাংলানিউজ

নওগাঁ: প্রধানমন্ত্রী ঘোষিত ২৫ ভাগ বন গড়ে তোলার কাজ শুরু করা হয়েছে। বনভূমির জায়গা উদ্ধারে দ্রুত পদক্ষেপ নেবে সরকার। প্রকৃতির ভারসাম্য রক্ষায় উদ্ধারকৃত জমিতে ঘনবন গড়ে তোলা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু  পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।

শনিবার (২৩ নভেম্বর) বিকেলে নওগাঁর ধামইরহাটে জাতীয় উদ্যান আলতাদীঘি শালবন পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি।  

মন্ত্রী বলেন, যারা বনের জায়গা অবৈধভাবে দখল করে রেখেছেন, তারা দ্রুত সেই জায়গাগুলো ছেড়ে দিন।

নইলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দেশের স্বার্থে বন বিভাগকে সহযোগিতা করার জন্য সবার প্রতি আহবান জানান মন্ত্রী।

শালবন পরিদর্শন শেষে মন্ত্রী স্থানীয় সামাজিক বনভূমির উপকারভোগীদের মধ্যে আর্থিক লভাংশের চেক প্রদান অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানে ১৫৬ জন উপকারভোগীকে প্রায় ৩ কোটি টাকার চেক প্রদান করেন।  

অনুষ্ঠানে ধামইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গণপতি রায়ের সভাপতিত্বে বক্তব্য  রাখেন-স্থানীয় এমপি শহিদুজ্জামান সরকার, নওগাঁ জেলা প্রশাসক হারুন-অর-রশিদসহ অন্যরা।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।