ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

সিঙ্গাপুর গেলেন স্পিকার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৯
সিঙ্গাপুর গেলেন স্পিকার

ঢাকা: ‘ডিজিটাল স্ট্র্যাটেজিস অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং ফর পার্লামেন্ট’ শীর্ষক ইভেন্টে যোগ দিতে সিঙ্গাপুর গেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

শনিবার (২৩ নভেম্বর) দিনগত রাতে সিঙ্গাপুরের উদ্দেশে তিনি ঢাকা ছাড়েন। রোববার (২৪ নভেম্বর) ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরে এ ইভেন্ট অনুষ্ঠিত হবে।

রোববার জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখার এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্পিকারকে বিদায় জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সফর শেষে স্পিকার আগামী ২৮ নভেম্বর দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৯
এসকে/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।