ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে আন্তর্জাতিক নারী পাচার চক্রের ৬ সদস্য আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৯
নারায়ণগঞ্জে আন্তর্জাতিক নারী পাচার চক্রের ৬ সদস্য আটক ছবি: প্রতীকী

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রুপগঞ্জের তারাব শাহ চন্দ্রপুরী রেস্টুরেন্টে অভিযান চালিয়ে আন্তর্জাতিক নারী পাচারকারী চক্রের ছয় সদস্যকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ পাসপোর্ট ও বিমানের টিকিটসহ চার নারীকে উদ্ধার করা হয়।

রোববার (২৪ নভেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‍্যাব-১১।

আটকরা হলেন- অনিক হোসেন (৩১), মনির হোসেন সোহাগ (৩০), আক্তার হোসেন (৪০), আফতাউল ইসলাম পারভেজ (৩৭), হান্নান (৫২) ও আকাশ (২৯)।

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৯
এমআরপি/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।