ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৯
আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

আশুলিয়া (ঢাকা): সাভারের আশুলিয়ায় ট্রাক ও মিনি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে জাকির হোসেন দুলাল (৬৫) নামে এক  ব্যবসায়ী নিহত হয়েছেন।

রোববার (২৪ নভেম্বর) সকালে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের আশুলিয়ার মরাগাঙ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাকির হোসেন দুলাল বরিশালের আগৈলঝাড়া উপজেলার টেংগুটিয়া গ্রামের মৃত খবির উদ্দিন হাওলাদারের ছেলে।

তিনি আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় ভাড়া থেকে শুঁটকি মাছের ব্যবসা করতেন।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ হোসেন বাংলানিউজকে জানান, রোববার সকালে আব্দুল্লাহপুর থেকে শুঁটকি মাছ নিয়ে কাভার্ড ভ্যানে করে আশুলিয়ার দিকে আসছিলেন। পথে মরাগাঙ এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে কাভার্ড ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কাভার্ড ভ্যানটির সামনে থাকা ওই ব্যবসায়ী গুরুতর আহত হন।  

তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক দুলালকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা হাসপাতালে পৌঁছালে এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে। দুঘর্টনাকবলিত কাভার্ড ভ্যানটি উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাক ও চালককে আটকের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, নভেম্বর, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।