ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

পাংশায় অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১০ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৯
পাংশায় অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী গ্রেফতার

রাজবাড়ী: রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের দুলিয়াট গ্রাম থেকে ২টি ওয়ান শুটারগান ও ১ রাউন্ড গুলিসহ অনু খা (৩৩) নামে তালিকাভুক্ত এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পাংশা মডেল থানা পুলিশ।

রোববার (২৪ নভেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে দুলিয়াট গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার স্বীকারোক্তি অনুয়ায়ী লুকিয়ে রাখা ২টি ওয়ান শুটারগান ও ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত অনুর বিরুদ্ধে অস্ত্র, ডাকাতিসহ ৭টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

গ্রেফতারকৃত অনু খা জেলার পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের দুলিয়াট গ্রামের মৃত বক্কার খায়ের ছেলে।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ জানান, জেলার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী অনু খা নিজ জেলার বাইরে অবস্থান করতেন। রোববার রাতে অনু খা বাড়িতে আসবে এমন সংবাদ আসে পুলিশের কাছে। সেই সংবাদের ভিত্তিতে পুলিশ অনু খার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।  

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।