ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

না’গঞ্জে প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৪ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৯
না’গঞ্জে প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে জ্বিনের বাদশা পরিচয় দিয়ে এক নারীর কাছ থেকে তিন লাখ ৮০ হাজার টাকা ও ২০ ভরি স্বর্ণের গহনা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৪ নভেম্বর) বিকেলে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) মনিরুল ইসলাম।

তিনি জানান, মনোয়ারা বেগম নামে এক নারীর কাছ থেকে জ্বিনের বাদশা পরিচয় দিয়ে ধর্মীয় উপদেশমূলক কথাবার্তা বলে এবং প্রতারণার মাধ্যমে চলতি বছরের ১৯ থেকে ২৮ জুন পর্যন্ত বিকাশে তিন লাখ ৮০ হাজার টাকা আদায় করে তিন ব্যক্তি।

এছাড়া তার কাছ থেকে ২০ ভরি স্বর্ণও নিয়ে যায় তারা। পরে ভুক্তভোগী ফতুল্লা মডেল থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তাদের গাইবান্ধা থেকে গ্রেফতার করে।

গ্রেফতার তিনজন হলেন- গাইবান্দার গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ এলাকার হজরত আলীর ছেলে মুন্নাফ (৩৬), রামনাথপুরের জহিরুল ইসলামের ছেলে তৌহিদ (২৩) ও বোয়ালিয়া প্রধানপাড় এলাকার ধীরেন্দ্র নাথ মহত্তের ছেলে শিবু চন্দ্র মহত্ত (৩৫)। এদের মধ্যে শিবু চন্দ্রের কাছ থেকে ২০ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।