ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

শহরের সুবিধা গ্রামে নিশ্চিত করতে কাজ করছে সরকার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৪ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৯
শহরের সুবিধা গ্রামে নিশ্চিত করতে কাজ করছে সরকার সেমিনারে বক্তব্য রাখছেন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য। ছবি: বাংলানিউজ

ঢাকা: পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেছেন, আমার গ্রাম আমার শহর বাস্তবায়নে জনগণের প্রত্যাশার দিকে গুরুত্বরোপ করতে হবে।

রোববার (২৪ নভেম্বর) দুপুরে সচিবালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পল্লী উন্নয়ন একাডেমি বগুড়া কর্তৃক ‘আমার গ্রাম আমার শহর’  বিনির্মাণে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেন, নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী গ্রামের স্বকীয়তা বজায় রেখে বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধ দেশ গড়ার লক্ষ্য অর্জনে শহরের সুবিধা গ্রামে নিশ্চিত করতে সরকার কাজ করছে।

 

শহরের কী কী সুবিধা কীভাবে চান তার ওপর বগুড়া জেলার একটি গ্রামের সাধারণ জনগণের মতামত গবেষণা প্রতিবেদন আকারে উপস্থাপন করেন পল্লী উন্নয়ন একাডেমির বগুড়ার মহাপরিচালক মো. আমিরুল ইসলাম।  

সেমিনারে সভাপতিত্ব করেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের  সচিব মো. রেজাউল আহসান।  

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৯
টিএম/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।