ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৭ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৯
বরিশালে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বরিশাল: বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের হিরননগরে রহিমা বেগম (৩২) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (২৪ নভেম্বর) সন্ধ্যায় বরিশাল মেট্রোপলিটনের পুলিশের বন্দর থানার সদস্যরা মরদেহটি উদ্ধার করে।

মৃত রহিমা বেগমের বাড়ি ঝালকাঠীর নলছিটি উপজেলায়।

রহিমার স্বামী মো. বাচ্চু মোল্লা বরিশাল নগরের ভাটার খাল এলাকায় রিকশার মিস্ত্রির কাজ করেন।

স্থানীরা জানায়, রোববার রহিমাকে ডাকাডাকি করে কোনো সাড়া শব্দ না পাওয়ায় ঘরের দরজা ভেঙে তাকে গলায় ওড়না পেঁছিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরে পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহটি উদ্ধার করে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০০২০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৯
এমএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।