ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় লরিচাপায় শ্রমিকের মৃত্যু

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৯
আশুলিয়ায় লরিচাপায় শ্রমিকের মৃত্যু

আশুলিয়া (ঢাকা): সাভারের আশুলিয়ায় লরিচাপায় আকাশ (১৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (২৪ নভেম্বর) রাতে নবীনগর-চন্দ্রা মহাসড়েকর আশুলিয়ার জিরানী মাজার রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সোমবার (২৫ নভেম্বর) সকাল ৮টার দিকে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জলিল বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আকাশ সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর এলাকার সেলিম মোল্লাহর ছেলে। তিনি আশুলিয়ার জিরানীতে একটি প্লাস্টিক কারখানায় কাজ করতেন।

এসআই জলিল বাংলানিউজকে জানান, রাতে নবীনগর-চন্দ্রা মহাসড়কের জিরানীর মাজার রোড এলাকায় মোবাইলে কথা বলতে বলতে রাস্তা পার হচ্ছিলেন আকাশ। এসময় নবীনগরগামী একটি লরি তাকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।  

তিনি আরও বলেন, কোনো অভিযোগ না থানায় আকাশের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে ঘাতক লরিটি খুঁজে বের করার চেষ্টাও চলছে।

বাংলাদেশ সময়: ০৯২৬ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।