ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে ছিনতাইকারী চক্রের ৪ সদস্য আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৬ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৯
রাজধানীতে ছিনতাইকারী চক্রের ৪ সদস্য আটক আটক চার ছিনতাইকারী।

ঢাকা: রাজধানী থেকে ছিনতাইকারী চক্রের চার সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আটক চারজন হলেন- সদরঘাট এলাকার আলী আহমেদ (৫০), রাজ্জাক ব্যাপারি (৩২), কৃষ্ণ কমল নাগ ওরফে বাবু ভাই (৫১) ও চকবাজার থেকে আরিফুল ইসলাম রকি (২২)।

মঙ্গলবার (২৬ নভেম্বর)  র‌্যাব-১০ থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সোমবার (২৫ নভেম্বর) রাতে র‌্যাব-১০ এর একটি দল সদরঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে তিনটি চাকু, তিনটি ব্লেড, পাঁচটি মোবাইল ফোন ও দুই হাজার ২শ টাকা পাওয়া যায়।

এদিকে একই দিন রাতে র‌্যাব-১০ এর আরেক একটি দল রাজধানীর চকবাজারের পশ্চিম ইসলামবাগ এলাকা থেকে ছিনতাইকারী চক্রের এক সদস্যকে আটক করে। এ সময় তার কাছ থেকে তিনটি চাকু, ১০ টি ব্লেড ও একটি মোবাইল ফোন পাওয়া যায়।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে বলে জানায় র‌্যাব।

বাংলাদেশ সময়: ১৩৩১ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৯
এমএমআই/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।