ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে ৩ দিনব্যাপী নবান্ন উৎসব

ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০২ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৯
রাজধানীতে ৩ দিনব্যাপী নবান্ন উৎসব সংবাদ সম্মেলনে প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধাসহ অন্যরা। ছবি: ডিএইচ বাদল

ঢাকা: আবহমান বাংলার সংস্কৃতি থেকে দূরে থাকা নতুন প্রজন্মসহ রাজধানীবাসীর কাছে বাংলার লোকজ সংস্কৃতি নতুন করে সামনে আনতে শুরু হচ্ছে তিন দিনব্যাপী প্রাণ চিনিগুড়া চাল নবান্ন উৎসব।

আগামী ২৮ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত তিনদিন ব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হবে রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে রাজধানীর বাড্ডায় প্রাণ-আরএফএল সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা।

ইলিয়াছ মৃধা জানান, কালের বিবর্তনে আমাদের সংস্কৃতি থেকে অনেক ঐতিহ্যবাহী উৎসব হারিয়ে যাচ্ছে। নবান্ন উৎসবের মতো এমন গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী উৎসবকে শহরের মানুষের কাছে পরিচয় করাতেই  আমাদের এ আয়োজনের মূল উদ্দেশ্য।

তিনি আরও জানান, প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত এ আয়োজন সবার জন্য উন্মুক্ত। উৎসবে থাকবে সাংস্কৃতিক পর্ব। পুথিপাঠ, গাজীর কিসসা, পালাগান, পুতুলনাচ, বায়োস্কোপ, নাগরদোলা, পালকি, লাঠিখেলা ও বানর নাচে ভরপুর থাকবে তিনদিনের এ নবান্ন উৎসব। আরও থাকবে ঢেঁকি, কুলা, মাথাল, যাতাকলসহ গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নানা প্রদর্শনী। এছাড়াও বাহারি সব পিঠার উৎসব এবং শিশুদের জন্য চিত্রাঙ্কণ প্রতিযোগিতা থাকবে বলেও জানান তিনি।

এই উৎসবে সহযোগী হিসেবে রয়েছে গুডলাক স্টেশনারি এবং বেকারি ব্র্যান্ড অলটাইম।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রাণ চিনিগুড়া চালের হেড অব মার্কেটিং মো. মুস্তাফিজুর রহমান, অলটাইম’র ডেপুটি জেনারেল ম্যানেজার (বিপণন) মণিরুল ইসলাম, গুডলাক স্টেশনারির হেড অব মার্কেটিং ফাহিম হোসেন প্রাণ-আরএফএল গ্রুপের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (জনসংযোগ) জিয়াউল হকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৯
এইচএমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।