ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

মিটফোর্ডে ১৩ দোকানকে ২৯ লাখ টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৯
মিটফোর্ডে ১৩ দোকানকে ২৯ লাখ টাকা জরিমানা

ঢাকা: মেয়াদোত্তীর্ণ, নকল ও বিক্রি নিষিদ্ধ ওষুধ বিক্রি করায় রাজধানীর মিটফোর্ড আলী মেডিসিন মার্কেটের ১৩টি ওষুধের দোকানকে ২৯ লাখ টাকা জরিমানা করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের (র‌্যাব) ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৫ নভেম্বর) দিনগত রাত পর্যন্ত চালানো এ অভিযানে নেতৃত্ব দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।

সারওয়ার আলম বাংলানিউজকে বলেন, অভিযানে ১৩ হাজার ৫৫০ পিস সরকারি ওষুধ জব্দ করা হয়েছে।

জব্দ ওষুধের বাজার মূল্য প্রায় ২৫ লাখ টাকা।

তিনি আরও বলেন, এখানে বিভিন্ন ব্র্যান্ডের নকল কনডম ও জন্মনিরোধক পিল অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা হতো।

মেয়াদোত্তীর্ণ, নকল ওষুধ ও বিক্রি নিষিদ্ধ ওষুধ বিক্রির দায়ে এসময় ১৩টি প্রতিষ্ঠানকে ২৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, ২৬ নভেম্বর , ২০১৯
এমএমআই/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।