ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

আগৈলঝাড়ায় সন্ধ্যা নদীর তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৯
আগৈলঝাড়ায় সন্ধ্যা নদীর তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ

বরিশাল: বরিশালের আগৈলঝাড়া উপজেলার পয়সারহাটের সন্ধ্যা নদীর তীর দখল করে নির্মাণাধীন মুড়ির মিল ভেঙে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় সরকারি কাজে বাধা দেওয়ায় প্রতিষ্ঠানটির মালিককে ৫শ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৬ জুন) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতিমা আজরীন তন্বী পুলিশ প্রশাসনের সহায়তায় উপজেলার পয়সা-কদমবাড়ি সড়কের পশ্চিম পাশে সন্ধ্যা নদীর তীর দখল করে অবৈধভাবে গড়ে ওঠা নির্মানাধীন মুড়ির মিলের কাঠামো ভেঙে দেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতিমা আজরীন তন্বী বাংলানিউজকে জানান, উপজেলা সমবায় অফিস থেকে ‘সত্যের সন্ধানে’ নামক একটি সমবায় সমিতির রেজিস্ট্রেশন নিয়ে (বিডি-১৯৬) স্থানীয় আব্দুল বারেক মিয়ার ছেলে সোহাগ মিয়া সন্ধ্যা নদীর তীর দখল করে ওই সমিতির নামের আড়ালে অবৈধভাবে মুড়ির মিল নির্মাণ শুরু করে।

সোহাগ ওই সমিতির সভাপতি।

খবর পেয়ে মঙ্গলবার দুপুরে প্রশাসনের শ্রমিক দিয়ে সেখানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সোহাগ মিয়াও সেখানে উপিস্থত ছিলেন। এসময় তিনি সরকারি কাজে বাঁধা দেওয়ার অভিযোগে ৫শ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৯
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।