ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

৮২ দিনেও আদায় হয়নি বিআরডিবি কর্মীদের ৭ দফা দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৯
৮২ দিনেও আদায় হয়নি বিআরডিবি কর্মীদের ৭ দফা দাবি

ঢাকা: কর্মসূচি পালনের ৮২ দিন অতিবাহিত হলেও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কর্মচারী সংসদ এবং ঐক্য পরিষদের (বিআরডিবি) সাত দফা এখনো আদায় হয়নি।

মঙ্গলবার (২৬ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে বেতন-ভাতা দেওয়া ও চাকরি স্থায়ীকরণসহ সাত দফা দাবিতে প্রেসক্লাবের সামনে ১৫ দিন গণঅনশনসহ ৮২ দিনের মতো কর্মসূচি পালন করছে বিআরডিবি। এ গণঅনশন কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রতিষ্ঠানটির ১৫টি প্রকল্পের অন্তত আট হাজার কর্মচারী।

 

আন্দোলনরত শরীফ হোসেন বাংলানিউজকে জানান, গণঅনশনসহ আন্দোলনের ৮২ দিনে অতিবাহিত হলেও সরকারের পক্ষ থেকে এখনও কোনো আশ্বাস পাওয়া যায়নি।

বিআরডিবি মহাপরিচালক গিয়াস উদ্দিন আহমেদ ৩০ নভেম্বরের মধ্যে সব দাবি মেনে নেবেন বলে জানিয়েছেন। কিন্তু আমাদের কাছে কোনো বার্তা এসে পৌঁছায়নি। আমাদের সব দাবি না মানলে গণঅনশন চলবে বলেও জানান তিনি।

বক্তারা জানান, বিআরডিবি'র বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্পে প্রায় আট হাজার কর্মচারী মাসের পর মাস বেতন-ভাতা ছাড়া মানবেতর জীবন যাপন করছেন। ২০ থেকে ২৮ বছরেও তাদের চাকরি স্থায়ী হয়নি।

এর আগে, গত ৩ এপ্রিল (বুধবার) সকালে দেশের ৬৪ জেলার উপ-পরিচালকের দপ্তরে অবস্থান করেন বিআরডিবি কর্মীরা। ১০ এপ্রিল (বুধবার) জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়। পরে, ২৩ এপ্রিল (মঙ্গলবার) জাতীয় প্রেসক্লাবের সামনে সারা দেশের কর্মচারীদের উপস্থিতিতে মানববন্ধন করেন। গত ১৫ দিন ধরে তারা গণঅনশন কর্মসূচি পালন করছেন।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২৯
পিএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।