ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

‘বরিশাল মাদকের রুট হিসেবে ব্যবহারের সুযোগ নেই’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৫ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৯
‘বরিশাল মাদকের রুট হিসেবে ব্যবহারের সুযোগ নেই’

বরিশাল: বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম বলেছেন, উপকূলীয় এলাকা থেকে যে সব ট্রলার বা নৌযান সাগরে মাছ শিকারে যায়, আমরা সেসবের মাঝিমাল্লা ও মালিকদের ছবিসহ তথ্য নেওয়া শুরু করেছি। ফলে এদের মধ্যে কেউ যদি বিপথগামী হয়, তাহলে দ্রুত তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা সম্ভব হবে। বর্তমানে বরিশাল বিভাগের উপকূলীয় কোনো অঞ্চল মাদকের রুট হিসেবে ব্যবহারের সুযোগ নেই অপরাধীদের।

মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে বরিশাল নগরের কাশিপুরে রেঞ্জ ডিআইজি অফিসের সভাকক্ষে বাংলানিউজকে এসব কথা বলেন শফিকুল ইসলাম।

এ কর্মকর্তা জানান, কিছুদিন আগ পর্যন্ত বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী জেলাসহ উপকূলের বিভিন্ন উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনীর বেশ কিছু অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার ও সংশ্লিষ্টদের গ্রেফতার করা হয়েছে।

আইনশৃঙ্খলাবাহিনীর তৎপরতার কারণে বর্তমানে এমন চিত্র নেই। উপকূলীয় এলাকায় আমাদের কঠোর নজরদারি রয়েছে।

তিনি বলেন, সমাজ থেকে মাদক নির্মূলে আমরা কঠোর অবস্থানে রয়েছি। বিগত সময়ের থেকে আমাদের অভিযানের সংখ্যা বেড়েছে। এছাড়া যারা মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে চায়, আমরা তাদের আত্মসমর্পণ ও পুনর্বাসনের কাজও করছি।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৯
এমএস/এইচজে 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।