ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় মাদক মামলায় তিনজনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৯
কুষ্টিয়ায় মাদক মামলায় তিনজনের যাবজ্জীবন

ঢাকা: কুষ্টিয়ার মিরপুর থানায় দায়ের করা মাদক মামলায় তিন যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (২৭ নভেম্বর) জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী এক আসামির উপস্থিতিতে এ রায় দেন। এছাগা কারাদণ্ডপ্রাপ্ত প্রত্যেকে আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর সাজার আদেশ দেন তিনি।



সাজাপ্রাপ্তরা হলেন- দৌলতপুর উপজেলার কান্দিরপাড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে শামীম আহম্মেদ ওরফে রনি (৩২), পলাতক আসামি পাবনা জেলার শালঘরিয়া গ্রামের জমির উদ্দিনের ছেলে আতাউর রহমান আকাশ এবং মহেন্দ্রপুর গ্রামের সিরাজ বিশ্বাসের ছেলে লিটন।

জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলী অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী জানান, ২০১৭ সালের ২১ নভেম্বর মিরপুর থানায় করা একটি মাদক মামলায় শামীম আহম্মেদ ওরফে রনি, আতাউর রহমান আকাশ এবং লিটনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

এদিকে ২০১৫ সালের ১ অক্টোবর কুমারখালী থানায় দায়ের করা এসিড নিক্ষেপ মামলায় আল আমিন নামে একজনকে সাত বছরের কারাদণ্ডসহ দশ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন এসিড অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক অরূপ কুমার গোস্বামী।

দণ্ডপ্রাপ্ত আল আমিন কুমারখালী উপজেলার শেরকান্দি এলাকার কালাম হোসেনের ছেলে।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।