ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

তাড়াশে ১৩ কেজি গাঁজাসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৯
তাড়াশে ১৩ কেজি গাঁজাসহ আটক ১

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশে অভিযান চালিয়ে ১৩ কেজি কাঁচা গাঁজাসহ আব্দুল হামিদ (৪২) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-) সদস্যরা।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানান র‌্যাব-১২ সিপিএসসি সিরাজগঞ্জের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার প্রণব কুমার সরকার।

তিনি জানান, উপজেলার নাদো সৈয়দপুর নদীপাড়া গ্রামের বাসিন্দা হামিদ তার নিজ বাড়িতে গাঁজা চাষ করে তা বিক্রি করেন- এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৭ নভেম্বর) দিনগত রাতে অভিযান চালিয়ে তার বসতবাড়ি থেকে হামিদকে আটক করা হয়।

এসময় তার বাড়ি থেকে সদ্য তোলা ১৩ কেজি কাঁচা গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় তার নামে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।