ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ফেনসিডিলসহ মাদককারবারি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৯
বগুড়ায় ফেনসিডিলসহ মাদককারবারি আটক আটক জাহাঙ্গীর আলম।

বগুড়া: বগুড়ায় ফেনসিডিলসহ জাহাঙ্গীর আলম (৩৯) নামে এক মাদককারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আটক জাহাঙ্গীর আলম মানিকগঞ্জ জেলার মৃত মোহাম্মদ বছির উদ্দিন মণ্ডলের ছেলে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বগুড়া র‌্যাব-১২ ক্যাম্প থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের একটি আভিযানিক দল বুধবার (২৭ নভেম্বর) মধ্যরাতে বগুড়া সদর উপজেলার বগুড়া-রংপুর মহাসড়কের মাটিডালি মাহাথীর হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে অভিযান চালায়। এ সময় ৬৪২ বোতল ফেনসিডিল, একটি মোবাইলসেট, দুটি সিম, একটি ট্রাক এবং নগদ তিন হাজার ৯শ টাকাসহ মাদককারবারি জাহাঙ্গীর আলমকে আটক করা হয়।  

বগুড়া র‌্যাব-১২ ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার (সহকারী পুলিশ সুপার) মো. রওশন আলী বাংলানিউজকে জানান, জাহাঙ্গীর আলম দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৯
কেইউএ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।