ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে সনাকের মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৯
খাগড়াছড়িতে সনাকের মানববন্ধন

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে মানববন্ধন করেছে সচেতন নাগরিক কমিটি (সনাক)।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

সনাক খাগড়াছড়ি জেলা সভাপতি অধ্যাপক বোধিসত্ব দেওয়ানের সভাপতিত্বে মানবন্ধনে সনাকের সহ-সভাপতি লালসা চাকমা, অ্যাডভোকেট অভ্যুদয় চাকমা, সাংবাদিক জহুরুল আলম, আবু দাউদ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের ক্ষতিগ্রস্ত দিক তুলে ধরে দ্রুত কার্যকর প্রদক্ষেপ গ্রহণের দাবি জানান।

স্পেনের মাদ্রিদে আসন্ন কপ-২৫ সম্মেলনে প্রতিশ্রুত জলবায়ু অর্থায়নের পাশাপাশি ক্ষয়-ক্ষতি মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে উন্নত এবং উন্নয়নশীল দেশগুলোকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয় মানববন্ধন থেকে।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৯
এডি/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।