ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ার মিরপুর বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৪ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৯
কুষ্টিয়ার মিরপুর বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুর উপজেলার নওয়াপাড়া এলাকায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। আহত হয়েছেন নারীসহ অটোরিকশার আরও দুই যাত্রী।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দু’জনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে।

তিনি হলেন- কুষ্টিয়ার মিরপুর পৌরসভার ক্যানেলপাড়া এলাকার আব্দুল ওহাবের ছেলে হামিদুল ইসলাম (৫৫)। তবে অন্য জনের (৫০) নাম-পরিচয় জানা যায়নি।  

আহত দু’জনের মধ্যেও ডলি খাতুন (৪০) নামে এক নারীর নাম জানা গেলেও অপর জনের নাম জানা যায়নি।  

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বাংলানিউজকে জানান, কুষ্টিয়া থেকে মেহেরপুরমুখী কুরবান নামে যাত্রীবাহী একটি বাস নওয়াপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দু’জন নিহত হন এবং এক নারীসহ আহত হন আরও দু’জন। আহতরা মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।  

এ ঘটনায় ঘাতক বাসটি জব্দ করলেও চালক পলাতক রয়েছেন বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৯
এসআরএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।