ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৯ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৯
ব্রাহ্মণবাড়িয়ায় ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে কালু মিয়া (৩০) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। 

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক হাসানুল ইসলাম এই রায় ঘোষণা করেন।

এছাড়া এ মামলার বাকি তিন আসামি সুজন মিয়া, আনোয়ার হোসেন ও উজ্জল মিয়াকে বেকসুর খালাস দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আদালত পুলিশের পরিদর্শক নাজির আহমেদ।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ৬ জুন বিকেলে জেলার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের চাউরাখোলা গ্রামের ৯ বছরের এক স্কুলছাত্রী মাঠে গরু চরাতে যায়। এ সময় একই গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে কালু মিয়া তাকে একটি হাঁসেরে খামারে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় ওই শিশুর চাচা বাদী হয়ে কালু মিয়াকে প্রধান আসামি করে ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ মামলায় গ্রেপ্তারের পর বর্তমানে কারাগারে রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।