ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৩ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৯
কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২

কক্সবাজার: কক্সবাজার সদরের মুক্তারকুল এলাকায় পিকআপ ভ্যানচাপায় এক স্কুলছাত্রসহ দুইজন নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুর ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- খরুলিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র মো. ফাহাদ (১৬) ও আবুল বশর (৮৫)।

দুইজনের বাড়ি সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের মুক্তারককুল গ্রামে।

ঝিলংজা ইউনিয়ন পরিষদের সদস্য মো. নাছির উদ্দীন বাংলানিউজকে জানান, দুপুরে একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য রাস্তার পাশে অপেক্ষা করছিল তারা। এসময় বেপরোয়া গতির একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটাস্থলেই আবুল বশরের মৃত্যু হয়। এসময় গুরুতর আহত অবস্থায় ফাহাদকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ঘাতক পিকআপ ভ্যানটিতে আগুন ধরিয়ে দেয়।  

কক্সবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) কামরুজ্জামান দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ঘাতক পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৯
এসবি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।