ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

যমুনায় অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজার মেশিন ধ্বংস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৪ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৯
যমুনায় অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজার মেশিন ধ্বংস

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুরে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ড্রেজার মেশিন পুড়িয়ে ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

শুক্রবার (২৯ নভেম্বর) দুপুরে উপজেলার খুকনি ইউনিয়নের আরকান্দি গ্রামে এ অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।  

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ শামসুজ্জোহা বাংলানিউজকে জানান, একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে উপজেলার খুকনি ও জালালপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় যমুনার বালু ড্রেজার দিয়ে উত্তোলন ও বিক্রি করে আসছে।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে ওই এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকালে ড্রেজারটি পুড়িয়ে ধ্বংস করা হয়।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।