ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

মোরগ লড়াইয়ে প্রথম পুরস্কার সোনার মোরগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০২ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৯
মোরগ লড়াইয়ে প্রথম পুরস্কার সোনার মোরগ

খুলনা: মোরগ লড়াই আমাদের দেশের ঐতিহ্য আর সংস্কৃতির এক সমৃদ্ধ পরিচয়। একসময় গ্রামবাংলার জনপ্রিয় ক্রীড়ানির্ভর চিত্তবিনোদনের মাধ্যম ছিল মোরগ লড়াই। জনপ্রিয় এ খেলা আজ বিলুপ্তির পথে। ঐহিত্যবাহী মোরগ লড়াই গ্রাম-বাংলার মানুষের কাছে খুবই জনপ্রিয় ছিল। কিন্তু ক্রিকেট-ফুটবলের ক্রেজে এ খেলা আজ হারিয়ে যেতে বসেছে পৃষ্ঠপোষকতার অভাবে।

শনিবার (৩০ নভেম্বর) বেলা ১১টায় খুলনার তেরখাদা উপজেলার জয়সেনা সরকারি স্কুল মাঠ প্রাঙ্গণে এ মোরগ লড়াই অনুষ্ঠিত হয়। জয়সেনা গ্রামবাসী নিয়মাবলী কমিটি এ মোরগ লড়াইয়ের আয়োজন করে।

মোরগ লড়াইয়ে প্রথম পুরস্কার একটি সোনার মোরগ, দ্বিতীয় পুরস্কার এলইডি মনিটর, তৃতীয় পুরস্কার এন্ড্রয়েড মোবাইল ফোন, চতুর্থ ও পঞ্চম পুরস্কার মোবাইল ফোন। মোরগ লড়াই।                                          ছবি: বাংলানিউজআয়োজক কমিটির আহ্বায়ক লিংকন মিনা জানান, গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী খেলা মোরগ লড়াই। ব্যাপক উৎসাহ-উদ্দীপনা নিয়ে গ্রামের শৌখিন মানুষরা মোরগ লড়াইয়ের আয়োজন করে। প্রায় ৫০৪টি মোরগ এ প্রতিযোগিতায় অংশ নেয়। ঐতিহ্যবাহী এ প্রতিযোগিতা উপভোগ করতে তেরখাদা উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম, তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেকুজ্জামান, তেরখাদা সদর পাঁচ নম্বর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এফ এম ওহিদুজ্জামানসহ আশপাশের কয়েকটি গ্রামের প্রায় ১০ হাজার মানুষ ভিড় জমান।

তিনি আরও জানান, অনেকেরে মোরগ ফেরত দিতে হয়েছে। কারণ এক দিনে এতো মোরগের লড়াই সম্ভব নয়। খেলার ফলাফল চূড়ান্ত করতে ও পুরস্কার দিতে রাত হয়ে যাবে।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৯
এমআরএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।