ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ভোলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোরিকশা চালকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৯
ভোলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোরিকশা চালকের মৃত্যু

ভোলা: ভোলায় ব্যাটারি চালিত অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাহবুব (৩৫) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।

শনিবার (৩০ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার সদুরচর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মাহবুব ভোলা পৌর ৪ নম্বর ওয়ার্ডের চরনোবাদ এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, দুপুরে ওই এলাকার একটি গ্যারেজে অটোরিকশা চার্জ দিচ্ছিলেন মাহবুব। চার্জ দেওয়ার পর চার্জার খোলার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনায় আহত অপর একজনকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।