ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

আনিসুলের কবর জিয়ারত করলেন মেয়র আতিক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৭ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৯
আনিসুলের কবর জিয়ারত করলেন মেয়র আতিক

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আনিসুল হকের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবর জিয়ারত করেছেন বর্তমান মেয়র আতিকুল ইসলাম। সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে তিনি কবর জিয়ারত করেন। 

শনিবার (৩০ নভেম্বর) রাজধানীর বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত আনিসুলের কবর জিয়ারত করেন তারা। এসময় তারা কিছক্ষণ নিরবতা পালন করে আনিসুলের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

একইসঙ্গে তারা মরহুমের আত্মার শান্তি কামনায় মোনাজাতে অংশ নেন।

কবর জিয়ারত শেষে আনিসুল হকের মৃত্যুকে অপূরণীয় ক্ষতি হিসেবে উল্লেখ করেন আতিকুল ইসলাম।  

তিনি বলেন, আপনারা জানেন, আনিস ভাইয়ের সঙ্গে আমার সম্পর্ক দীর্ঘদিনের। জীবনের বড় একটা সময় আমরা একসঙ্গে ব্যবসায়ীদের সংগঠন পরিচালনা করেছি। কতো কতো আড্ডা, ভালোলাগা সময়, ব্যবসা সংক্রান্ত চ্যালেঞ্জ একসঙ্গে মোকাবিলা করেছি। মনে পড়ে বাংলাদেশের তৈরি গার্মেন্টস শিল্পের সবচেয়ে ভয়াবহ সেই রানা প্লাজা সংকটের সময়। আমি বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি হিসেবে সবসময় তাকে আমার পাশে পেয়েছি।  

মেয়র আতিক বলেন, আনিস ভাই একাধারে দক্ষ সংগঠক, সফল ব্যবসায়ী, মিডিয়া ব্যক্তিত্ব, সমাজসেবক ও একজন চমৎকার মানুষ ছিলেন। তবে তিনি সবচেয়ে বেশি আলোচনায় আসেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র হিসেবে। তিনি নির্বাচিত হবার পরেই ঢাকা উত্তর সিটিসহ পুরো ঢাকাবাসী নতুন করে স্বপ্ন দেখতে শুরু করে। তার মৃত্যুতে সবকিছু থমকে গিয়েছিল। আমি ডিএনসিসির মেয়র হিসেবে নির্বাচিত হবার পরে নতুন করে আবার শুরু করি। আনিস ভাইয়ের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার সঙ্গে নতুন হাজারো স্বপ্ন নিয়ে ঢাকাকে আধুনিক, গতিময় ও সার্বজনীন করে গড়ে তুলতে আমি নিরলস কাজ করে যাচ্ছি। আনিস ভাইয়ের সঙ্গে আমার স্লোগানও একই অর্থ বহন করে, সবাই মিলে সবার ঢাকা। আসুন আমরা আমাদের প্রয়াত মেয়র আনিসুল হকের প্রতি শ্রদ্ধা রেখে এ ঢাকা শহরকে ভালোবাসি, পরিচ্ছন্ন ও সবার বাসযোগ্য ঢাকা নিশ্চিত করতে ডিএনসিসিকে সহযোগিতা করি।  

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৯
এসএইচএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।