ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২০ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৯
জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত রফিকুল ইসলাম তালুকদার তরুন ও শাহনুর রহমান শাহীন

জয়পুরহাট: জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন রফিকুল ইসলাম তালুকদার তরুন ও সাধারণ সম্পাদক শাহনুর রহমান শাহীন। 

শনিবার (৩০ নভেম্বর) জেলা আইনজীবী সমিতি ভবনে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার আব্দুর রহমান-২।  

সভাপতি রফিকুল ইসলাম তালুকদার তরুন ৯৮ ভোট এবং সাধারণ সম্পাদক পদে শাহনুর রহমান শাহীন ১২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

 

এতে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্যানেল তরুন-শাহীন পরিষদ ১১টি প্রার্থীতা করেন। সভাপতি-সাধারণ সম্পাদকসহ ৯টি পদে বিজয়ী হলেও যুগ্ম সাধারণ সম্পাদক ও নিরীক্ষা সম্পাদক পদে বিজয়ী হয়েছেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ।

নির্বাচন কমিশনার জানান, সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও সহ-সভাপতি পদে আব্দুল মোমেন ফকির, অর্থ সম্পাদক পদে একেএম আবু সুফিয়ান পলাশ, প্রচার, প্রকাশনা ও লাইব্রেরি সম্পাদক পদে রিনাত ফেরদৌস রিনি, আপ্যায়ন, ক্রীড়া, সাংস্কৃতি, সমাজ কল্যাণ সম্পাদক পদে আলমগীর কবির, কার্যকরী সদস্য পদে নাসিমুস সাকলাইন টিটো, আব্দুল মোমিন হামিদুল ও নূর ই আলম সিদ্দিক বিজয়ী হয়েছেন।

অন্যদিকে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত নৃপেন-সুফিয়ান পরিষদ থেকে যুগ্ম সাধারণ সম্পাদক পদে খলিলুর রহমান মণ্ডল ও নিরীক্ষা পদে মানিক হোসেন বিজয়ী হয়েছেন।  

এর আগে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১৮৮ জন তাদের ভোট দেন।

বাংলাদেশ সময়: ০১২১ ঘন্টা, ০১ ডিসেম্বর, ২০১৯
এসই/এসআইএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।