ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

এইডস দিবসে ডিএনসিসির র‍্যালি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৯
এইডস দিবসে ডিএনসিসির র‍্যালি

ঢাকা: বিশ্ব এইডস দিবস পালনের অংশ হিসেবে র‍্যালির আয়োজন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

রোববার (০১ ডিসেম্বর) রাজধানীর গুলশানস্থ শহীদ ফজলে রাব্বী পার্ক থেকে এই র‍্যালির আয়োজন করা হয়। পার্ক থেকে শুরু হয়ে গুলশান ১ নম্বর চত্বর হয়ে আবার পার্কে এসে শেষ হয় র‍্যালিটি।

র‍্যালিতে নেতৃত্ব দেন ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুন।

র‌্যালি শেষে তিনি বলেন, এইডস এর ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে বিশ্বব্যাপী বিশ্ব এইডস দিবস পালিত হয়। বৈশ্বিক এবং জাতীয় এ কার্যক্রমের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ডিএনসিসি এ র‌্যালির আয়োজন করে।

র‌্যালিতে আরও উপস্থিত ছিলেন- ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সাঈদ আহমেদ, ইউনিসেফের স্বাস্থ্য কর্মকর্তা মারগুব আরেফ জাহাঙ্গীরসহ ডিএনসিসির কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১২৩১ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৯
এসএইচএস/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।