ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ট্রেনের বগি থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫১ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৯
ট্রেনের বগি থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে লোকাল ট্রেনের বগিতে রেখে যাওয়া একটি ব্যাগ থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। 

সোমবার (০২ ডিসেম্বর) রাতে শহরের বাজার রেলওয়ে স্টেশনে ঈশ্বরদী থেকে সিরাজগঞ্জে আসা লোকাল ট্রেনের বগি থেকে নবজাতকটির মরদেহ উদ্ধার করা হয়।

সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন বাংলানিউজকে জানান, লোকাল ট্রেনটি কামারখন্দের জামতৈল স্টেশন পার হওয়ার পর জিআরপি পুলিশ নিয়মিত তল্লাশি চালায়।

শেষ বগিতে তল্লাশি চালানোর সময় সিটের উপর মালিকবিহীন একটি ব্যাগ পাওয়া যায়। ব্যাগটি খোলার পর সেখান থেকে সাদা কাপড়ে মোড়ানো একটি নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়।  

বাংলাদেশ সময়: ০৩৪৯ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।