ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

নোয়াখালী সেটেলমেন্ট অফিসে অভিযান, ৫ দালালের কারাদণ্ড 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩২ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৯
নোয়াখালী সেটেলমেন্ট অফিসে অভিযান, ৫ দালালের কারাদণ্ড 

নোয়াখালী: নোয়াখালী জেলা শহরের মাইজদীর সেটেলমেন্ট অফিসে অভিযান চালিয়ে পাঁচ দালালকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
 

সোমবার (০২ ডিসেম্বর) বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকনুজ্জামান খান ও দুদক নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক সুবেল আহম্মেদ যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- নোয়াখালী সদর উপজেলার লক্ষ্মীনারায়ণপুর এলাকার আবদুর রহীম (৪৭), মনির হোসেন (৩৮), সাইফুল ইসলাম (৪৫), বাবুল মিয়া (৫৫), নুরুল ইসলাম (৩৯)।

এ সময় নুর হোসেন নামে একজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

দুদক নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক সুবেল আহম্মেদ বাংলানিউজকে জানান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন সুধারাম মডেল থানার পুলিশ।

বাংলাদেশ সময়: ০৬৩০ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।