ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৭ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৯
গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ আটক ২ আটক নাজমুল হুদা ও মনিরুজ্জামান মিলন। ছবি: বাংলানিউজ

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন কুদ্দুছ নগর এলাকা থেকে ১৫ হাজার ৬০০ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- কুড়িগ্রামের রৌমারী থানার ইছাকুড়ি এলাকার মৃত সাইদুর রহমানের ছেলে মনিরুজ্জামান মিলন (২৮) ও একই থানার বানিরচর পূর্বপাড়া এলাকার আব্দুল বারেকের ছেলে নাজমুল হুদা (২৪)।

পুলিশ সূত্রে জানা গেছে, কোনাবাড়ী থানাধীন কুদ্দুছ নগর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। পরে মনিরুজ্জামান মিলন ও নাজমুল হুদাকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৫ হাজার ৬শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। আটককৃতরা ইয়াবা ট্যাবলেটগুলো বিক্রির উদ্দেশে গাজীপুরে নিয়ে আসছিল।

কোনাবাড়ী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আতাউর রহমান খান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, এ ঘটনায় রাতেই আটক দুইজনের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯০৬ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৯
আরএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।