ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

রামগতি বাজারে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৯
রামগতি বাজারে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষতি আগুন, ছবি: বাংলানিউজ

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতি উপজেলার রামগতি বাজারে অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর ও ১৯টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে।

এতে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ব্যবসায়ী ও দোকানঘর মালিকরা।

সোমবার (২ ডিসেম্বর) দিনগত রাত দেড়টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয়রা জানায়, বাজারের একটি কসমেটিক দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে বাজারের দোকানগুলোতে। পোড়া দোকান।  ছবি: বাংলানিউজখবর পেয়ে রামগতি ও কমলনগর ফায়ার সার্ভিসের দু’টি দল এসে আগুন নেভায়। ততক্ষণে তিনটি বসতঘর ও ১৯টি দোকানের মালামাল পুড়ে যায়। এতে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ব্যবসায়ী ও দোকানঘর মালিকরা।

রামগতি ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা আবুল হাসেম অগ্নিকাণ্ডের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল মোমিন বাংলানিউজকে বলেন, অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর ও ১৯টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। তালিকা করে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করা হবে।

বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৯
এসআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।