ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ব‌রিশা‌লে সড়ক দুর্ঘটনায় সেনা সদস্য নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৯
ব‌রিশা‌লে সড়ক দুর্ঘটনায় সেনা সদস্য নিহত সড়কে বিক্ষোভ। ছবি: বাংলানিউজ

ব‌রিশাল: ব‌রিশালে মা‌হিন্দ্রা ও মোটরসাই‌কেলের সংঘর্ষে তাজুল ইসলাম স্বপন (৫২) নামে সেনাবা‌হিনীর সা‌বেক এক সেনা সদস্য নিহত হয়ে‌ছেন।

মঙ্গলবার (৩ ডি‌সেম্বর) সকাল সা‌ড়ে ৯টার দিকে ব‌রিশাল-বানারীপাড়া সড়‌কের গাবতলা এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে। তাজুল বানারীপাড়ার চাখারের মাদারকা‌ঠি এলাকার বা‌সিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাই‌কেল চালিয়ে তাজুল চাখার থে‌কে ব‌রিশা‌লের দি‌কে আস‌ছি‌লেন। পথে ব‌রিশাল-বানারীপাড়া সড়‌কের গাবতলা এলাকায় যাত্রীবাহী একটি মা‌হিন্দ্রার সঙ্গে মোটরসাইকেলটির মু‌খোমু‌খি সংঘর্ষ হয়। এ‌তে ঘটনাস্থ‌লেই তাজুলের মৃত্যু হয়। এ ঘটনায় স্থানীয়রা বি‌ক্ষোভ দেখা‌লে কিছুসময় যান চলাচল বন্ধ থা‌কে ওই সড়‌কে।

‌বিষয়‌টি নিশ্চিত ক‌রে‌ছেন জেলা ট্রা‌ফিক পু‌লি‌শের বানারীপাড়ার দা‌য়ি‌ত্বে থাকা সা‌র্জেন্ট মো. আসাদ।

বাংলাদেশ সময়: ১১১৯ ঘণ্টা, ডি‌সেম্বর ০৩, ২০১৯
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।