ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সুবর্ণচরে অস্ত্র-গুলিসহ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৭ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৯
সুবর্ণচরে অস্ত্র-গুলিসহ যুবক আটক

নোয়াখালী: নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়ন থেকে মো রিয়াজ (২৭) নামে এক যুবককে আটক করা হয়েছে। 

এসময় তার কাছ থেকে দুইটি এলজি, পাঁচটি কার্তুজ, পাঁচ রাউন্ড গুলি, একটি কিরিজ ও একটি রামদাসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (০৩ ডিসেম্বর) সকালে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি আরও জানান, ধারণা করা হচ্ছে ডাকাতির উদ্দেশে তারা ওই স্থানে অবস্থান নিয়েছিল। আটক যুবকের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে মামলা হয়েছে।

এর আগে, সোমবার দিবাগত রাত দেড়টার দিকে খাসেরহাট বাজার সংলগ্ন করিম মাস্টারবাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়। আটক রিয়াজ হাতিয়া উপজেলার ভূমিহীন বাজার এলাকার আজিজুল হকের ছেলে।

স্থানীয়রা জানায়, রাতে খাসেরহাট বাজার সংলগ্ন করিম মাস্টারবাড়ির সামনে অপরিচিত কয়েকজনকে ঘুরাঘুরি করতে দেখে স্থানীয় লোকজন তাদের জিজ্ঞাসাবাদের চেষ্টা করেন। এসময় তারা দৌড়ে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা রিয়াজ নামে একজনকে আটক করে। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অস্ত্র-গুলিসহ তাকে আটক করে।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।